ফেনীতে পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে বিভিন্ন সংস্থা ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। সম্প্রতি কয়েকজন আয়োজক জানান, ইফতার মাহফিলে পূর্বে দাওয়াত না দিলেও অচেনা-অজানা সাংবাদিকের ভিড়ে আয়োজকরা প্রতিনিয়ত বিব্রতবোধ করেন। এসব ইফতার মাহফিলে সাধারণত সীমিত আয়োজন থাকে।সে হিসেবে অতিথিদের দা্ওয়াত দেয়া হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অতিথির চাইতে সাংবাদিকের পরিমাণ বেশি।আবার ইফতার শেষে এসব সাংবাদিকরা নিউজের কথা বলে টাকার জন্য বায়না ধরেন।বিষয়টি এমন পর্যায়ে চলে গেছে যা নিয়ে সীমাহীন বিপাকে আছেন বিভিন্ন সভা-সমাবেশের আয়োজকরা। অনেকের দাবী প্রেসক্লাবের বিভাজনের সুযোগে ফেনীতে অপসাংবাদিকতা বেড়ে গেছে। কমপক্ষে ডিগ্রি/ফাজিল/ অনার্স পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা আর মিডিয়া তালিকায় থাকা উল্লেখযোগ্য পত্রিকা/চ্যানেলে কাজ না করলে সাংবাদিক হওয়া যাবে না, ফেনীতে অন্তত এ নিয়মটুকু কার্যকর করা হোক। সেক্ষেত্রে সিনিয়র জুনিয়র নয়,যোগ্যতায় যে টিকবে না তাকেই সরে যেতে হবে। এখনই সময় শতভাগ পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হবার। আসুন ভেদাভেদ ভুলে ফেনীতে অপসাংবাদিকতার লাগাম টেনে ধরি।
আরো পড়ুন: