ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার(পিপিএম,সেবা) বিশেষ দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের জনাব রাশেদ খাঁন চৌধুরী এর সার্বিক তত্বাবধানে.এসআই(নি:) মোঃ মাঈন উদ্দিন এর নেতৃত্বে এএসআই(নিঃ) মোঃ এখলাছ উদ্দিন ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২৯/০৪/২০১৯ ইং তারিখ ২০ঃ৪০ ঘটিকার সময় ফেণী সদর মডেল থানাধীন হাজারী রোডের পশ্চিম মাথায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১.মোঃ সাইফুল ইসলাস(৩৭) পিতাঃ মকবুল আহাম্মদ,মাতাঃ হাজেরা বেগম, সাংঃ উজালিয়া(ক্বারী সাহেবের বাড়ি),পোঃ লক্ষীয়ারা বাজার,থানাঃ ফেনী সদর , জেলাঃ ফেনী কে আটক পূর্বক তাহার হেফাজত হইতে ২০ পিস নেশা জাতীয় মাদক দ্রব্য (ইয়াবা) উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ফেণী মডেল থানায় মামলা রুজু হয়।
আরো পড়ুন: