সিলেটের ফেঞ্চুগঞ্জে ডোবা থেকে আবদুল খালেক (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ মে) বিকেলে উপজেলার ইসলামপুর কাজী বাড়ীর ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তি উপজেলার রাজনপুর গ্রামের গেদা মিয়া কলোনীতে দীর্ঘদিন ধরে বসবাস করেন। তাকে তার পরিবার পরিজন কোন খোঁজখবর না পেয়ে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করান। শেষ পর্যন্ত উপজেলার ইসলামপুর কাজী বাড়ীর একটি ডোবা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত ওই ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়।
আরো পড়ুন: