”পিস্তল সহ অস্ত্রধারী গ্রেফতার”
ইং ২৫/০৪/২০১৯ তারিখ ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আসলাম হোসেনের নেতৃত্বে এসআই/ মোঃ মজিবুর রহমান পিপিএম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে বিকাল ০৫.৩০ ঘটিকায় আলীগঞ্জ শৈলকুড়া জনৈক আক্তার হোসেনের বালুর ঘাট এলাকা হতে ০১টি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৫ রাউন্ড গুলি সহ অস্ত্রধারী মোঃ মোহন ফকির (২৮), পিতা- মৃত মজিদ ফকির, সাং- নমালা, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী, এ/পি- মোহাম্মদপুর চৌরাস্তা, নবাব মিয়ার টিনসেড বাড়ী, থানা- মোহাম্মদপু, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।