“প্রেমের রূপ”
মোঃ মনজুরুল হাসান
(শিক্ষক ও সাংবাদিক)
আমার কাছে প্রেমের অনেক রূপ,
কখনো মনে হয় এটি মনের জানালা,
যা থেকে নানা রকম আলো যা
আমাকে ক্ষনে ক্ষনে কাদায়.
দীর্ঘশ্বাস ফেলতে সাহায্য করে।
প্রাণে ক্ষত সৃষ্টি করে,
কখনো আবেগের তীব্রতায়
ভাসিয়ে নিয়ে যায় কোন এক সূদূর
স্বপ্নহীন পৃথিবীতে।
যা প্রাণহীন ধুসর মরুভূমির মত।
যেখানে কোন সবুজ নেই, স্নিগ্ধতা নেই,
আছে কেবল বেচে থাকার জন্য
মনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ।
প্রেমের কষাঘাতে এই আমি এতটাই নিষ্পেষিত যে,
জীবনের প্রতিটি মূহুর্ত আমার গুমরে কাদে।
নিজেকে সবচেয়ে ব্যর্থ ও অসহায় মনে হয়।
প্রেমের আক্রমাত্মক ধ্বংসাত্মক
কার্য়কলাপ যতখানি আমাকে আঘাত হানে,
তার থেকে বেশি আঘাত হানে আমার নিরব কান্না।
সবার অলক্ষে আমি——–।