দিদারুল ইসলাম সুমন
দিবস-রজনী প্রভু স্মরিগো
তোমায়
সরল-সঠিক পথে রাখিও আমায়।
প্রভাতে যদিও মোরে দুখের
রাজ্যে রাখ
মাগরিবে বান্দারে প্রভু
স্বর্গরাজ্য দিও
এ মিনতি তোমার তরে ওহে দয়াময়!
ইবলিশের ধোকাতে পড়ে যদি
তোমায় ভুলি
আউযুবিল্লাহ হিমিনাস
শাইতনির রাজিম হয় যেন,
তখন আমার বুলি।
তোমার তরে এই প্রার্থনা
রাহমানু-রাহিম
শেষ বিচারে জান্নাত দিও
আল্লাহুম আমিন।
আরো পড়ুন: