-
- Feature, অপরাধ, আন্তর্জাতিক, জাতীয়
- প্রবাসী জীবন, ভালো নেই সৌদি প্রবাসী বাংলাদেশী নারী গৃহীকর্মীরা।
- আপডেট: May, 23, 2019, 3:04 pm
- 675 View
প্রবাসী জীবন, ভালো নেই সৌদি প্রবাসী বাংলাদেশী নারী গৃহীকর্মীরা।
সৌদি প্রতিনিধি:শাহাদাৎ হোসেন রিপন—
বাংলাদেশ ছোট্ট একটা দেশ,তবে জনসংখ্যার দিকে অনেক এগিয়ে,ঘন বস্ততীপুর্ন দেশে অধিকাংশ মানুষের ভাগ্য টা যেনো প্রবাসে লেখা।
বর্তমানে দেশের উন্নয়ন অগ্রগতির পিছনে সবার আগে প্রবাসীর হাত।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্ট এর উপর ভর করে কয়েক ধাপ এগিয়ে বাংলাদেশ।
বর্তামানে প্রবাসী পুরুষদের পাশাপাশি নারীরাও নিজের ভাগ্য পরিবর্তন করতে প্রবাসে আসছে,,যার বেশির ভাগই মধ্যপ্রচুর দেশ, সৌদি আরর,কাতার, কুয়েত,কিংবা লেবানন।
২০১৫ সালে বাংলাদেশ সরকার ঘোষিত ২ লাখ নারী কর্মস্থল হিসাবে সৌদি আরব গৃহীকর্মী হিসাবে পাঠান,বা বর্তমানে পাঠাচ্ছেন,
তবে বর্তমানে সৌদি প্রবাসী কয়েক হাজার গৃহীকর্মী বাংলাদেশে ফেরত যাওয়ার পর জানা যাচ্ছে,এখানে তাদের কি অবস্থা হচ্ছে,কেমন আছে,কি করছে,,,
দেশে ফিরত যাওয়া কিছু নারীর সাথে যোগাযোগ করে জানা গেলো,,,
কিছু কিছু বাসায় কাজের নামে তাদের উপর অমানবিক নির্যাতন ও যৌন হয়রানি করা হত।
ঠিক মত খাবার, বেতন ও পোশাক দিতনা,, দিনের পর দিন নির্যাতন করা হত তাদের উপর।।
বা বর্তমানে কিছু গৃহীকর্মীর সাথে বিবিসিবার্তার যোগাযোগ হলে তারা একই সমস্যার কথা তুলে ধরেন।
বাংলাদেশ সৌদি দ্রুতাবাসের সাথে যোগাযোগ করা হলে তারা এমন প্রশ্নের জবাবে বলে,, তাদের কাছে কেউ কখনো অভিযোগ করিনি,আর যে অভিযোগ গুলো করা হয়ছে,তাদের সমস্যা সমাধান করে দিছে বলে তারা জানান।
সব শেষে বাংলাদেশ সরকার আর বাংলাদেশ দ্রতাবাসের কাছে আকুল অনুরোধ রইল, প্রবাসী বোনদের সকল সমস্যার সমাধানের পাশে থাকার জন্য।
আরো পড়ুন: