প্রথম সড়ক দূর্ঘটনায় বেচেঁ গেলেও ২য় সড়ক দূর্ঘটনায় প্রাণে রক্ষা পেল না রাজু
গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি:
মহাস্থানে যাত্রীবাহীবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল রাজুর। বৃহস্পতিবার বিকেলে মহাস্থান করতোয়া ব্রিজে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাজু আহম্মেদ সাখিদার (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। সে দু’বছর পূর্বে একই ভাবে সিরাজগঞ্জে মোটরসাইকেল যাত্রায় মারাত্মক ভাবে আহত হয়ে মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এলেও এবারের যাত্রায় সড়ক দূর্ঘটনায় প্রাণে রক্ষা পেল না। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বগুড়ার মহাস্থানের ঢাকা- রংপুর মহাসড়কের করতোয়া ব্রিজে গাইবান্ধা থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত মুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী পিকআপ চালক রাজু আহম্মেদ বাসের নিচে পড়ে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বগুড়ার টিএমএসএসে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফেরত দিলে তাকে বগুড়ার ডক্টরস ক্লিনিকে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) নিলে মৃত্যুর সঙ্গে লড়াই করে রাত পৌঁনে ১২টায় তার মৃত্যু হয়। নিহত রাজু আহম্মেদ শিবগঞ্জ উপজেলার সুদামপুর সাখিদার পাড়া গ্রামের মৃত সামছুল আলম সাখিদারের পুত্র ও
(এলজিডিই) কর্মকর্তা আলহাজ্ব মতিনুর রহমান রঞ্জুর ছোট ভাই।
সে পেশায় পিকআপ চালক এবং মহাস্থান বন্দর চালক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ ছিলেন। তার পরিবারে ২টি পুত্র সন্তান রয়েছে। শুক্রবার সকাল ১০টায় তার জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।