প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ
গত ৪ জুলাই জাতীয় দৈনিক ও সাপ্তাহিক কয়েকটা পত্রিকায় !! জমি লীজ এনে দিবে বলে রেলওয়ে গেইটম্যানের লক্ষাধিক টাকা আত্বসাতের অভিযোগ!! শিরোনামের নিউজটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কতিথ সুরুজ বাংগালের সাথে আমার পূর্বে পরিচয় ছিলো। কথিত সাংবাদিক কোন উদ্দেশ্য নিয়ে আমার বিরুদ্ধে এমন ভাবে মিথ্যা নিউজ করে আমাকে আমার কর্মস্থান থেকে শুরু করে আমার পরিবারের কাছে আমাকে হেয়পতিপন্ন করার জন্য এই লেখা প্রকাশ করে। আমি মোঃ আবুল কালাম নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং কথিত সাংবাদিক আমাকে নিয়ে এই লেখা লেখে জানিনা তিনি কি প্রমাণ করতে চেয়েছে। আমি এমন ঘটনার সাথে জড়িত নই এবং আমি এই ব্যাপারে কিছুই জানিনা। পরবর্তীতে আবারো আমাকে নিয়ে এমন কিছু লিখলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিব। প্রতিবাদকারী আমি
মোঃ আবুল কালাম।
মোবাইলঃ ০১৯৯১-২৪০৫৬৫