প্যান্ডোরা ইন্সটিটিউট মেডিকেল অব টেকনোলজি দেওয়ান হাট ডাবলমুরি উপজেলা চট্টগ্রাম ই ব্যাচের সাটিফিকেট ও বিদায় অনুষ্ঠান আয়োজন
চট্রগ্রাম থেকে মোঃ গোলাম মোস্তফা,
আজ ১৩ জুলাই রোজ শনিবার দুপুরের ২.৩০ মিনিট সময় প্যান্ডোরা ইন্সটিটিউট মেডিকেল অব টেকনোলজি দেওয়ান হাট ডাবলমুরি উপজেলা চট্টগ্রাম ই ব্যাচের সাটিফিকেট ও বিদায় অনুষ্ঠান আয়োজন করার হয়। এতে সভাপতি করেন অএ মেডিকেল ইন্টটিউটের অধ্যাখ জনাব মোঃ আনোয়ার হোসেন সাহেব, ও প্রাধান অতিথি হিসাবে ছিলেন ডাঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন ডাঃ কানিজ ফাতেমা ।
চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানায় সুনাম ধন্য শিক্ষা প্রতি শ্রদ্ধাশীল হয়ে আসছে এবং আমি এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে পান্ডোরা ইন্সটিটিউট মেডিকেল অব টেকনোলজি মানস্মত শিক্ষা দিয়ে আসছে তার দারা বাহিক অভ্যাহত রাখার আহবান জানিয়ে অনুষ্টানের প্রাধান অতিথি তার বত্তব্যে রাখেন।