April 14, 2021, 4:26 am

#
ব্রেকিং নিউজঃ
চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের জরুরী সভা অনুষ্ঠিত.সাপাহার সদর ইউনিয়নে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতে বাড়ি বাড়ি মাস্ক বিতরণ।রমজান আসার আগেই চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে ক্রেতাদের ভিড়।সাংবাদিক নিয়োগ নীতিমালা নেই বলেই জনকন্ঠ রক্ত ঝড়ালো: বিএমএসএফ।মামুনুল হকের আরেক ‘প্রেমিকা’র সন্ধান।গার্মেন্টস খোলা রাখার দাবি জানান পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএশীঘ্রই মুক্তি পাচ্ছে ‘আতেঁল প্রেমিক’চৌদ্দগ্রামে নারায়নপুর প্রবাসী সমিতির উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে নগদ টাকা ও ইফতার সামগ্রী বিতরণ।করোনা সচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ।চট্টগ্রাম পটিয়া সাংবাদিক কাদের কে হত্যার চেষ্টায় সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

পিকলু ছাড়ানো জন্য যদি কোনো অপচেষ্টা করা হয় প্রয়োজনে ফেনীতে হরতাল হবে.

পিকলু ছাড়ানো জন্য যদি কোনো অপচেষ্টা করা হয় প্রয়োজনে ফেনীতে হরতাল হবে -ফেনীতে বিক্ষোভ সমাবেশে আলহাজ্ব একরামুল হক ভূইয়াঁ মহানবী হজরত মুহাম্মদ (স) কে নিয়ে বিরূপ মন্তব্য করায় মিঠুন দে ওরফে পিকলুর শাস্তির দাবিতে ফেনীর শহীদ মিনার চত্বরে রবিবার সকালে ফেনী তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল মাওলানা নুরুল করিমের সভাপতিত্বে ও নাস্তিক্যবাদ বিরোধী কমিটির সদস্য সচিব মূফতি আব্দুর রহমান ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফেনী জেলা নাস্তিক্যবাদ বিরোধী কমিটির আহবায়ক মাওলানা একরামুল হক ভূইয়াঁ। এসময় আরো উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ভূইয়াঁ, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা আব্দুর ওয়াদুদ, আলা উদ্দিন সাবেরী, কবির আহমেদ পাটোয়ারী, এইচ এম মোজাম্মেল হক ফারুক প্রমুখ। বক্তারা বলেন, পিকলু আমাদের প্রিয় মহানবী হজরত মুহাম্মদ (স) কে নিয়ে বিরূপ মন্তব্য করে আমাদের মনে আঘাত দিয়েছে। প্রশাসন দ্রুত পিকলুকে আটক করেছে। এজন্য উনাদের ধন্যবাদ জানান। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা একরামুল হক ভূইয়াঁ বলেন, পিকলুকে ছাড়ানোর জন্য ইতিমধ্যে মুসলিম নামধারী কিছু ব্যক্তি অপচেষ্টা চালাচ্ছে। যদি কোনো কারনে পিকলুর শাস্তি না দেয়া হয়। তবে ফেনীতে হরতাল সহ আদালত অভিমুখে লংমার্চ এর কঠিন কর্মসূচী নিতে বাধ্য হবো। এসব বিষয়ে সাংবাদিকদের যথেষ্ট সহযোগিতা করায় বক্তব্যে তিনি সাংবাদিকদেরও ধন্যবাদ জানান। উল্লেখ্য, মহানবী হজরত মুহাম্মদ(স)কে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় সানা উল্লাহ নামের এক ব্যক্তির মামলার ভিত্তিতে পিকলুকে ফেনীর মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাত্রে ফেনীর নাজির রোড়ের বাসা থেকে আটক করে ৭দিনের রিমান্ডের আবেদন করে। রিমান্ড শুনানীর তারিখ রবিবার থাকলেও একদিন পিছিয়ে সোমবার রিমান্ড শুনানীর দিন ধার্য্য করে ফেনীর আদালত

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০