পিআইবি’তে প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সনদপত্র বিতরণ
ডেস্ক রিপোট:
পিআইবিতে মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে তিন দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে পিআইবির সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। রবি, সোম ও মঙ্গল (২৮-৩০ এপ্রিল) তিন দিনব্যাপী কর্মশালায় অংশ নেয় কুমিল্লা জেলার লাকসাম, চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার ২৮ জন গণমাধ্যমকর্মী। প্রশিক্ষণে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখার কৌশলের পাশাপাশি ও ফিচার লিখতে উদ্বুদ্ধ করা হয়। এছাড়াও প্রতিটি প্রতিবেদন তৈরিতে তথ্য সমৃদ্ধ করতে প্রয়োজনীয় পরামর্শও প্রদান করেন প্রশিক্ষক মীর মাশরুর জামান,রুহুল আমিন রুশদ,মুনজুরুল করিম,ড.মো: মফিজুর রহমান, রহমান মোস্তাফিজ ও মোহাম্মদ শাহ আলম। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন,মোহনা টিভির বার্তা প্রধান রহমান মোস্তাফিজ, দৈনিক সময়ের আলো’র নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন, পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি শাহজাহান সাজ্জাদ, সাংবাদিক নেতা মোশার্রফ হোসেন প্রমূখ।
আরো পড়ুন: