পটুয়াখালী সদর কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
*****
উজ্জ্বল শিকদার, নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালীতে গত ১১ জুলাই বৃহষ্পতিবার সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন বৈরী আবহাওয়ার মধ্যেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিজয়ী চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারন মেম্বাররা হলেন:
কমলাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনির হোসেন মৃধা (আনারস) নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩,৯১৭।
উক্ত ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ১,২,৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রুম্মানা খানম(বই), ৪,৫,৬ নং ওয়ার্ডে হয়েছেন মোসাঃ সাথী(বই), ৭,৮,৯ নং ওয়ার্ডে হয়েছেন মোসাঃ নাজমা বেগম(মাইক)।
সাধারন মেম্বার ৯টি ওয়ার্ডে নির্বাচিত হয়েছেনঃ ১নং ওয়ার্ডে আঃ ওহাব রাড়ী (ফুটবল), ২নং ওয়ার্ডে আঃ মালেক হাওলাদার((ফুটবল), ৩নং ওয়ার্ডে আলাউদ্দিন মোল্লা(ফুটবল), ৪নং ওয়ার্ডে মোতালেব মৃধা (আপেল), ৫নং ওয়ার্ডে আবুল হোসেন মোরগ), ৬নং ওয়ার্ডে জসিম উদ্দিন(মোরগ), ৭নং ওয়ার্ডে মনির হোসেন সিকদার (তালা), ৮নং ওয়ার্ডে সোহরাব মোল্লা (তালা) এবং ৯নং শাহানাজ হাওলাদার (তালা)।
আরো পড়ুন: