*******
উজ্জ্বল শিকদার, নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউপির বটতলা মোড়ে ট্রাক উল্টে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে আজ শনিবার ৬ জুলাই সকালের দিকে। এতে চাপা পড়ে ভেকুমেশিন চালক মোঃ সাইফুদ্দিন (৩২) ঘটনাস্থলেই নিহত হন বলে জানা যায়। এছাড়া আহত হয়েছেন আরও চারজন।
সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস টীম চাপা পড়া লাশটি উদ্ধার করে।
আহতদের একজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সংবাদ পেয়ে দুমকি উপজেলা চেয়ারম্যান এ্যাড. হারুন অর রশিদ হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুমকি থানার ওসি মনিরুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন: