পটুয়াখালীতে শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মন্দিরে মাসিক শান্তি সেবা অনুষ্ঠান অনুষ্ঠিত
উজ্জ্বল শিকদার, স্টাফ রিপোর্টার:
পটুয়াখালী থানা ও জেলার অন্তর্গত কমলাপুর ইউপির চন্ডিপুর গ্রামে ” শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মন্দির ও শাখা মতুয়া মিশন ” মন্দিরে এ মাসিক শান্তি সেবা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল ৭ আগস্ট ২০১৯ বুধবার দিবাগত রাতে। এ শান্তি সেবা অনুষ্ঠান বছরের প্রতি মাসের তৃতীয় বুধবার অনুষ্ঠিত হয়।
উক্ত মন্দিরের বর্তমান দায়ীত্বরত শ্রী কালাচাঁদ শিকদার জানান, প্রতি মাসের তৃতীয় বুধবার এ শান্তি সেবা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে হরি-গুরুচাঁদ এর ভক্তবৃন্দরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরু হয় হরিচাঁদ ঠাকুরের বন্দনা দিয়ে ডঙ্কা, কাশি আর বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে। পরে হরি সংগীত নামক বই থেকে একের পর এক গান গাওয়া হয় এবং মাঝে মাঝে ধর্মীয় কথাবার্তা আলোচনা করা হয়। পরে সকল উপস্থিত ভক্তরা ডঙ্কা, কাশি আর বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে অনেক সময় ধরে হরি নাম করে ভক্তরা। পরিশেষে উপস্থিত সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সাধ্য অনুযায়ী উপস্থিত সকল ভক্তকে মহৎসব করানো হয়।
গুরুচাঁদ ঠাকুরের বাণীঃ- খাও বা না খাও ছেলে মেয়ে স্কুলে পাঠাও।
আরো পড়ুন: