March 28, 2023, 2:00 am

#
ব্রেকিং নিউজঃ
লালমাইয়ে জুতা পায়ে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকে ইউএনও!বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

পটুয়াখালীতে নব নির্বাচিত মেম্বারকে সাংবাদিক উজ্জ্বল শিকদার ও চন্ডিপুর বাসির ফুলের শুভেচ্ছা

পটুয়াখালীতে নব নির্বাচিত মেম্বারকে সাংবাদিক উজ্জ্বল শিকদার ও চন্ডিপুর বাসির ফুলের শুভেচ্ছা

******

উজ্জ্বল শিকদার, নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালী সদর ৫নং কমলাপুরে গত ১১ই জুলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত বিপুল ভোটে জয় লাভ করেন মেম্বার মোঃ মনির শিকদার এর বাড়ি গিয়ে তাকে সাংবাদিক উজ্জ্বল শিকদার এবং চন্ডিপুর গ্রাম বাসির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেয়া হলো আজ ১৩ জুলাই শনিবার।

শুভেচ্ছা বিনিময় কালে তিনি বলেন, যারা আমার সাপোর্ট করেছেন তাদের আচরণে যেন কেউ কষ্ট না পায়, আমরা সবাই একসাথে কাজ করবো। প্রথমেই আমি চন্ডিপুরের হিন্দু এবং মুসলিম পাড়ার দুইটি রাস্তা দেয়ার চেষ্টা করবো তাতে যদি আমার কারো কাছে নত হতে হয় তাও হবো। আপনারা আমার বাড়ি এসেছেন তাতে আমি খুব আনন্দিত।

তিনি আরো বলেন, আমি চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করেছি তিনি আমাকে আশ্বাস দিয়েছে রাস্তার ব্যাপারে। সামনে আসছে কোরবানি ঈদ সে উপলক্ষে সকল খানার জন্য রিলিফ আসবে তাই চৌকিদার/ গ্রাম পুলিশ কে দিয়ে আমার ওয়ার্ডে কত খানা আছে তার লিস্ট তৈরি করে সকলকে দেয়ার চেষ্টা করবো। তিনি বলেন যারা এযাবত বয়স হয়েও বয়েস্ক ভাতা পায়নি, যারা বিধবা ভাতা পায়নি, পঙ্গু ভাতা এবং ভিজিএফ চাল পায়নি পাওয়ার মত হয়েও তাদের এগুলো দেয়ার চেষ্টা করবো।

পরিশেষে, তিনি তার সাধ্যমত সকলকে আপ্যায়ন করেন।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১