পটুয়াখালীতে নব নির্বাচিত মেম্বারকে সাংবাদিক উজ্জ্বল শিকদার ও চন্ডিপুর বাসির ফুলের শুভেচ্ছা
******
উজ্জ্বল শিকদার, নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালী সদর ৫নং কমলাপুরে গত ১১ই জুলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত বিপুল ভোটে জয় লাভ করেন মেম্বার মোঃ মনির শিকদার এর বাড়ি গিয়ে তাকে সাংবাদিক উজ্জ্বল শিকদার এবং চন্ডিপুর গ্রাম বাসির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেয়া হলো আজ ১৩ জুলাই শনিবার।
শুভেচ্ছা বিনিময় কালে তিনি বলেন, যারা আমার সাপোর্ট করেছেন তাদের আচরণে যেন কেউ কষ্ট না পায়, আমরা সবাই একসাথে কাজ করবো। প্রথমেই আমি চন্ডিপুরের হিন্দু এবং মুসলিম পাড়ার দুইটি রাস্তা দেয়ার চেষ্টা করবো তাতে যদি আমার কারো কাছে নত হতে হয় তাও হবো। আপনারা আমার বাড়ি এসেছেন তাতে আমি খুব আনন্দিত।
তিনি আরো বলেন, আমি চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করেছি তিনি আমাকে আশ্বাস দিয়েছে রাস্তার ব্যাপারে। সামনে আসছে কোরবানি ঈদ সে উপলক্ষে সকল খানার জন্য রিলিফ আসবে তাই চৌকিদার/ গ্রাম পুলিশ কে দিয়ে আমার ওয়ার্ডে কত খানা আছে তার লিস্ট তৈরি করে সকলকে দেয়ার চেষ্টা করবো। তিনি বলেন যারা এযাবত বয়স হয়েও বয়েস্ক ভাতা পায়নি, যারা বিধবা ভাতা পায়নি, পঙ্গু ভাতা এবং ভিজিএফ চাল পায়নি পাওয়ার মত হয়েও তাদের এগুলো দেয়ার চেষ্টা করবো।
পরিশেষে, তিনি তার সাধ্যমত সকলকে আপ্যায়ন করেন।
আরো পড়ুন: