******
উজ্জ্বল শিকদার, নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালীতে আজ ১১ই জুলাই ২০১৯ রোজ বৃহস্পতিবার ৫নং কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনী জয় উপলক্ষে রাস্তা ঘাটে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় এবং গ্রামের অলি গলিতে চলছে জয়ের মিছিল ।
উক্ত ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছিলেন ৮ জন তারা হলো আলহাজ্ব আঃ ছালাম মৃধা চশমা মার্কা, এ্যাড. মোঃ শফিকুল ইসলাম নৌকা মার্কা, মোঃ মনির রহমান মৃধা আনারস মার্কা, মোঃ আনিছুর রহমান অটোরিক্সা মার্কা, মোঃ ফারুক খান ঘোড়া মার্কা, মোঃ ইব্রাহিম খান মটর সাইকেল মার্কা, মোঃ হারুন অর রশিদ টেলিফোন মার্কা, মোঃ বদরুজ্জামান মাতুব্বর বাচ্চু টেবিল ফ্যান মার্কা। সকলকে হারিয়ে ব্যাপক ব্যবধানে জয়ের মালা পরে নিল মোঃ মনির রহমান মৃধা আনারস মার্কা।
মেম্বার পদ প্রার্থীদের মধ্যে সকলকে হারিয়ে জয়ের মালা পরে নিল ১নং ওয়ার্ডে ওহাব রাড়ী বল মার্কা, ৬নং ওয়ার্ডে মোঃ জসিম, ৭নং ওয়ার্ডে মোঃ মনির হোসেন শিকদার তালা মার্কা, ৮নং ওয়ার্ডে ছোরহাব মোল্লা তালা মার্কা, ৯নং ওয়ার্ডে সাজাহান হাওলাদার।
মহিলা সংরক্ষিত আসনে মেম্বার পদ প্রার্থীদের মধ্যে সকলকে হারিয়ে জয়ের মালা পরে নিল ৭,৮ও৯ নং ওয়ার্ডে মোসাঃ নাজমা বেগম।
সকাল নয়টা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত ৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন চলছে। ভোট গ্রহন কালে যাতে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা না ঘটে সে জন্য আইন সৃঙ্খলা বাহিনী যেমন: নির্বাচন কমিশন, পুলিশ,বিজিবি, র্যাব ও গোয়েন্দা বাহিনী তৎপর ছিলেন।