নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগের ইয়ারপুর মদিনাতুল উলুম হাফেজিয়া মাদরাসায় শিক্ষক হাফেজ মাহফুজুর রহমানের লালসার শিকার হলেন দুই শিক্ষার্থী।
রোববার (২১ এপ্রিল) রাতে স্থানীয় লোকজন ওই হাফেজকে হাতেনাতে আটক করে থানায় খবর দিলে এসআই গৌর সাহা( ১০) ও (১২) বছরের দুই ভিকটিম শিক্ষার্থীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাফেজ মাহফুজুর রহমান বেগমগঞ্জের একলাশপুর গ্রামের নুর হোসাইনের পুত্র।
এ ঘটনায় নির্যাতিতা এক শিক্ষার্থীর পিতা আবুল কাশেম বাদী হয়ে সেনবাগ থানায় মামলা নং ১৭ দায়ের করেছেন। সোমবার (২২ এপ্রিল) দুপুরে পুলিশ নোয়াখালীর বিচারিক আদালতের মাধমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সেনবাগ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: