September 25, 2022, 12:11 pm

#
ব্রেকিং নিউজঃ
ময়মনসিংহের নান্দাইলে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি,ককটেল বিস্ফোরণ।কুমিল্লায় মেম্বার কল্যাণ এসোসিয়েশন সম্মেলন অনুষ্ঠিত।ঘুম ভাঙ্গে By খোরশেদ আলম চৌধুরী।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মসিকে মতবিনিময় সভা অনুষ্ঠিত।প্রাথমিক শিক্ষায় মা-সমাবেশ By ফারজানা চৌধুরী স্বর্না।একজন সফল ফ্রিল্যান্সার সাকিব হোসেন হৃদয়।ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানেঃ পুলিশ সুপার।ময়মনসিংহ পাট গোদাম ব্রিজ মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ।লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত।বরুড়া মাদ্রাসা ও মসজিদে ১কোটি ২০ লক্ষ টাকার অনুদান দিলেন এস কিউ গ্রুপের চেয়ারম্যান এ জেড শফি উদ্দিন শামীম।

নেপাল কাঁপিয়েছে, কুমিল্লার সাইনিং সিতোরিউ কারাতে ক্লাবের বিশাল সফলতা অর্জন

এম এ কাদের অপুঃ

নেপালে অনুষ্ঠিত নেপাল কারাতে ফেডারেশন ও সিতোরিউ কারাতে স্কুল অব নেপাল আয়োজিত মেয়র কাপ- 2022 সপ্তম ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কুমিল্লার বাংলাদেশ সাইনিং সিতোরিউ কারাতে অ্যাসোসিয়েশনের প্রধান শিক্ষক ও আন্তর্জাতিক কারাতে বিচারক সিহান মোখলেছুর রহমান (আবু)র নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

কোচ মোখলেসুর রহমান আবু, প্রতিযোগী শরীফ আহমেদ- কুমিতে স্বর্ণ, কাতায় ব্রোঞ্জ পদক, আতিক আহমেদ সামি- কাতায় স্বর্ণ, কুমিতে ব্রোঞ্জ পদক, এবং ফাহমিদুল ইসলাম প্রান্ত- কুমিতে সিলভার ও কাতায় ব্রোঞ্জ পদক পেয়ে, বাংলাদেশ সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশন যুগ্ন রানারাপ হওয়ার যোগ্যতা অর্জন করে।

প্রধান প্রশিক্ষক সেনসি মোখলেসুর রহমান আবু বলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত ভাই এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থারও অতিরিক্ত সাধারণ সম্পাদক, ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা নাজমুল আহসান ফারুক রুমেন ভাই দেশের এবং বিদেশের আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় সফলতা অর্জনের জন্য সবসময় অনুপ্রাণিত এবং সহযোগিতা করে থাকেন।

তিনি বলেন, আমরা নেপালের প্রতিযোগিতায় মোট দুটি স্বর্ণপদক, একটি সিলভার পদক ও তিনটি ব্রোঞ্জ পদক পেয়ে যুগ্ন রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছি এবং ভবিষ্যতেও সবার সহযোগিতায় বাংলাদেশ সাইনিং সিতোরিউ এসোসিয়েশন এর ছাত্র/ছাত্রীরাও দেশের সুনাম বয়ে আনবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, প্রশিক্ষক সেনসি মোখলেসুর রহমান আবু কুমিল্লা স্টেডিয়াম সহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ, থানা ও জেলায় কারাতে প্রশিক্ষণ প্রদান করেন।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০