March 23, 2023, 8:43 pm

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

নীলফামারী সীমান্তে ভারতীয় গরু জব্দ

নীলফামারী সীমান্তে ভারতীয় গরু জব্দ
——————————–
মোঃ মনজুরুল হাসান, ডিমলা থেকে :–

চোরে শুনেনা ধর্মের কাহিনী , বাক্যটি এক্কেবারে হাচা । বারংবার বিজিবি ও থানা পুলিশের নিষেধ ও সতর্ক করার পরেও কতিপয় অসাধু চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশ করে গরুসহ বিভিন্ন মাদকদ্রব্য চোরাচালানের মাধ্যমে ব্যবসা করে আসচ্ছেন। ইদানীং প্রায় অভিযোগ শুনা যায় জেলার ডিমলা উপজেলার উত্তর -পূর্ব দিকে তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি জেলার সাথে সংযুক্ত থাকায় চোরাকারবারিরা সহজেই নদী পথে এসব অবৈধ মালামাল আনা নেওয়ার কাজ করে থাকেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (৩মে) ভোর বেলায় গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধ পথে আসা ১২টি গরু ডিমলা থানা পুলিশ জব্দ করে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের মতির বাজার এলাকা থেকে ১০টি গরু ও পরে ঐ ইউনিয়নের শুটিবাড়ীর কালীবাড়ি থেকে আরো ২টি গরু নসিমন করে নিরাপদে সরিয়ে নেওয়ার সময় জব্দ করা হয়। এসময় নসিমনের চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। এলাকাবাসী আরো জানান, এসব অবৈধ ব্যবসার সাথে আওয়ামীলীগের কতিপয় অসাধু কাউয়া নেতা জড়িত। এবিষয়ে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন ভারতীয় অবৈধ মালামালের ব্যাপারে কোন ছাড় নেই। পিএসআই আবুল কালাম বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা করেন । আজ ৪ মে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে । অপরদিকে উপজেলায় অবস্থিত থানার হাট, ৫১ বিজিবি’র সুবেদার শাহেদ আলি হতে প্রাপ্ত সুত্রে জানা গেছে, গত ১ মে বুধবার ভোরবেলা ৭৯৫/৩ এস সীমান্ত পিলারের নিকটে ভারতীয় গরু অবৈধভাবে প্রবেশের সময় ১৬টি গরু জব্দ করা হয় । এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু ছেড়ে পালিয়ে যায় বলে তিনি জানান। গরু গুলো থানার হাট বিজিবি ক্যাম্পে আছে এবং নিলাম দেওয়ার প্রস্তুতি চলছে মর্মে তিনি নিশ্চিত করেন।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১