মোঃ মনজুরুল হাসান, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :-
আজ শনিবার (১৮মে) ভোর সাড়ে তিনটার দিকে নীলফামারীর ডিমলা উপজেলার ডাংগার হাট নামক স্থান থেকে ৫১ বিজিবি’র বালাপাড়া সুবেদারের নেতৃত্বে ৮টি ভারতীয় গরু সীজ করেছে । বালাপাড়া ক্যাম্পের ৫১ বিজিবি’র সুবেদার আব্দুল মোতালেব ্ও হাবিলদার মজিবুরের কাছ থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে, বেশ কিছু দিন থেকে কতিপয় অসাধু চোরাকারবারি কালীগঞ্জ-কলোনি সীমান্ত দিয়ে ভারতীয় গরু পাচার করে নিয়ে আসছে । আজ্ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,কিছু ভারতীয় গরু অবৈধ পথে সীমান্ত লাইন অতিক্রম করে বালাপাড়ার উপর দিয়ে দেশের অভ্যন্তরে সরিয়ে ন্ওেয়া হচ্ছে । তারই প্রেক্ষিতে ডাংগার হাটের কাছে অভিযান চালিয়ে গরু পারাপারের কাজে ব্যবহৃরিত একটি নসিমনসহ ৮টি ভারতীয় হরিয়না জাতের গরু জব্দ করা হয়েছে । এসময় গরুসহ নসিমন গাড়ী রেখে চালক ্ও চোরাকারবারিরা পালিয়ে যায় । পরে নসিমনসহ গরুগুলো বালাপাড়া ক্যাম্পে নিয়ে আসা হয়েছে । ভারতীয় গরু আটকের বিষয়টি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন । পরবর্তীতে গরুগুলো নিলামে বিক্রয় করা হইবে মর্ম্ওে তিনি জানান ।
আরো পড়ুন: