মোঃ মনজুরুল হাসান, নীলফামারী থেকেঃ
নীলফামারী ডোমার চিলাহাটিতে যুব সেবা মেলার আয়োজন করা হয়েছে। চিলাহাটি সরকারি কলেজ সংলগ্ন চিলাহাটি ডাক বাংলো মাঠে ‘উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস) সার্বিক ব্যাবস্থাপনা ও যুব সংগঠন,একশন ফর ইমপ্যাক্ট(A4I)প্রজেক্ট এর সহযোগিতায় মেলাটির আয়োজন করা হয় ।উক্ত যুব সেবা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃউম্মে ফাতিমা, উপজেলা নির্বাহী অফিসার, ডোমার। সকাল ১০.০০ ঘটিকায় মেলার উদ্বোধন করেন জনাব প্রফেসর মোঃ নজরুল ইসলাম,অধ্যাক্ষ,চিলাহাটি সরকারি কলেজ। মেলার কার্যক্রম সকাল ১০ টা থেকে শুরু হয়। মেলায় ডোমার উপজেলার বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে একটি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।এছাড়াও মেলায় বেশ কয়েকটি স্টল দেখতে পাওয়া যায়|স্টলের লোকদের সাথে কথা বললে এ মেলার উদ্দেশ্যে সম্পর্কে তারা জানান আমাদের সবগুলো স্টলের একটাই উদ্দেশ্য মেলায় অবস্থানরত মানুষদের সমস্যার কথা শোনা এবং সবাইকে সেবা প্রদান করা। উক্ত মেলায় ফ্রী রক্ত পরীক্ষা করা হয়| আনুষ্ঠানিকতার শেষাংশে মেলা আয়োজকদের পক্ষ থেকে “বর্তমান বাংলাদেশে মিডিয়ায় অপব্যবহার” এই বিষয়টিকে কেন্দ্র করে একটি নাটক মঞ্চায়িত হয়।মেলার আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘোষনা করা হয় সন্ধ্যা ৬টায়। সব মিলিয়ে মেলার প্রধান অতিথি বিশেষ অতিথি এবং উপস্থিত জনগন জানায় আজকের এই যুব মেলাটিতে ছিল শিক্ষনীয় অনেক বিষয় এবং পুরো কার্যক্রমটি ছিলো মনোমুগ্ধকর ও উপভোগ্য।
আরো পড়ুন: