-
- Feature, জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
- নাসিরনগরে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ.
- আপডেট: January, 5, 2022, 10:13 pm
- 302 View
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে উপজেলার ১৩টি ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৪ জানুয়ারি ২০২১ সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলয়াতনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন ১৫৬ জন নব নির্বাচিত ইউপি সদস্যের শপথ বাক্য পাঠ করান। ১৫৬ জনের মধ্যে সাধারণ সদস্য ১১৭জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৩৯জন ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ (তদন্ত)মো:আতিকুর রহমান। উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
আরো পড়ুন: