নাশকতার মামলায় ডিমলার মহিলা ভাইস চেয়ারম্যান জেলহাজতে……….
নীলফামারী (ডিমলা) থেকে, মঞ্জুরুল আলম:
নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান আয়েশা সিদ্দীকাকে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৫ জুলাই) দুপুরে নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহেদুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে আয়েশাসহ ওই মামলার আরও তিন আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, নাশকতার পরিকল্পনায় ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর বিকেলে ডিমলা উপজেলার কুমারপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর বাড়িতে জামায়াতের নারী সংগঠনের ৩৫ জনের একটি বৈঠক বসে। এসময় পুলিশ অভিযান চালিয়ে ওই পরিকল্পনার নেতৃত্বে থাকা সপুরা বেগমসহ জামায়াতের নারী সংগঠনের নয়জন নেতা-কর্মীকে আটক করে। অভিযানের সময় দলের সদস্য উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান আয়েশাসহ ২৬ জন পালিয়ে যান। পরে ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস আলী সন্ত্রাসবিরোধী আইনে তাদের নামে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিমলা থানার এসআই মাসুদ মিয়া।
ওই মামলায় নারী ভাইস-চেয়ারম্যান আয়েশাসহ আছিয়া বেগম, ফরিদা বেগম ও সাবিনা ইয়াছমিন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।