নাঙ্গলকোট উপজেলার নির্বাহী অফিসারের পদোন্নতিজনিত বদলি সংবর্ধনা
রবিউল হোসাইন সবুজ:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোঃ দাউদ হোসেন চৌধুরীর পদোন্নতিজনিত বদলি। এর উপলক্ষে নাঙ্গলকোট প্রেসক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহষ্পতিবার সন্ধ্যা এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও দৈনিক মানবজমিন প্রতিনিধি তাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী,ও নাঙ্গলকোট প্রেসক্লাবের উপদেষ্টা নাঙ্গলকোট কারিগরি ও বাণিজ্য কলেজের অধ্যক্ষ সায়েম মাহবুব মজুমদার। এসময় নাঙ্গলকোট প্রেসক্লাবের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ দাউদ হোসেন চৌধুরী বলেন, গত দুই বছর দেড় মাস ধরে এ উপজেলায় দায়িত্ব পালন করেছি। এরমধ্যে স্বচ্ছতার সাথে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছি। তবে আমি মানুষ হিসেবে ভুল ত্রুটির উর্ধ্বে নয়। আমি কোন ভুল কাজ করে থাকলে আপনাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এসময় তিনি নাঙ্গলকোটে কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতার প্রশংসা করেন এবং তিনি সকলের নিকট তার এবং পরিবারের জন্য দোয়া কামনা করেন।
পরে নাঙ্গলকোট প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী নির্বাহী অফিসার মোঃ দাউদ হোসেন চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আরো পড়ুন: