November 30, 2022, 8:24 pm

#
ব্রেকিং নিউজঃ
সমবায় পদক পেলেন লাকসাম প্রেসক্লাবের সভাপতি- তাবারক উল্ল্যাহ কায়েস।আন্তর্জাতিক পুরস্কার পেল অটিজম আক্রান্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু।কুমিল্লা বড়জলা সীমান্ত থেকে ২মাদক কারবারি গ্রেপ্তার; মাদক উদ্ধার।আত্মাহত্যা, বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা।কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ অভিষেক অনুষ্ঠিত।ধর্মপুরের মাদক সম্রাজী সাফিয়া গ্রেপ্তার ; জেল জরিমানা।ঝিনাইদহ মহেশপুরে ১১ কেজি সোনা উদ্ধার।হাজী আবদুল সাত্তার ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরিক্ষা।কুমিল্লায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড।এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের আ. হাকিমের শুভেচ্ছা।

ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রথম পূর্নমিলনী উৎসব সম্পন্ন

ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রথম পূর্নমিলনী উৎসব সম্পন্ন……………………….
বিশেষ প্রতিনিধি হিরা:
কক্সবাজার জেলা সাগরকন্যা কুতুবদিয়া অবস্থিত ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১০ এবং২০১৯ ব্যাচ এর প্রথম পূর্নমিলনী উৎসব অনুষ্ঠিত হয়।

এসো স্মৃতি চারণে ;মিলিত হয় প্রানের অঙ্গনে এই শ্লোগান নিয়ে ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের দূরদর্শী শিক্ষার্থীদের উপস্থাপনা এবং সবার প্রিয় সমীর কান্তি শীল এর সুশৃঙ্খল সঞ্চালনার মধ্য দিয়ে ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক জনাব মোরশেদ আলম এ অনুষ্টান উদ্ভোদন করেন।

অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব জনাব খোরশেদ আলম চৌধুরী। ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মনজুর আলম সিকদার । প্রধান পৃষ্ঠপূষক প্রধান নির্বাহী;ন্যানো ট্রেড়িং কোম্পানী জনাব কাইয়ুম আব্দুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ওনার সুন্দর সাবলীল বক্তব্য প্রদান ও মিলনমেলার সাধুবাদ জানিয়ে ওনার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানের বক্তব্য রাখেন;বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম;ইঞ্জিনিয়ার নাছির উদ্দীন।ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমেটির সদস্য অাব্দুল মেনাফ;উপজেলা ভাইস চেয়্যারম্যান হুমায়ু কবীর;ইঞ্জিনিয়ার জয়নাল আাবদীন;ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আহম্মেদ উল্লাহ বি.কম এবংকুতুবদিয়া থানার নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়।

ধূরুং আাদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক সবার প্রিয় অভিবাবক জনাব মোরশেদুল আলম শিক্ষনীয় বক্তব্য প্রাধানের মধ্য দিয়ে ২০২৩ সালে ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তী পালনে আশ্বাস প্রদান করেন।সাংষ্কৃতিক অনুষ্ঠানে মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১