এস.এম জামাল উদ্দিন শামীমঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সাবেক সাংসদ বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
রবিবার ২৬ শে ফেব্রুয়ারি সকালে উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তানজিলা ফেরদৌসীর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ শামসুদ্দিন, ত্রিশার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির আকন্দ, উপজেলা যুব উন্নয়ন অফিসার জিএম সেলিম রেজা, ডেইরি এসোসিয়েশন ত্রিশাল সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আখতারুজ্জামান এর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি)হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএনএম শুভা মিয়া আকন্দ, সাবেকে ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী ভেটেরিনারি সার্জন ডাঃ মুরাদ,
ডাঃ শর্মিষ্ঠা ভট্টাচার্য,রেজাউল করিম জৈমত,এটিএম মনিরুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার খামারি, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি- বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে বিভিন্ন প্রকার প্রাণী ও প্রযুক্তির স্টলে খামারী উপস্থিতি ছিল লক্ষনীয় বলে জানান প্রাণীসম্পদ অফিসার।
অনুষ্ঠানের শেষ পর্বে বাছুর, গাভী, ষাড়, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, পোষা প্রাণীকে বিভিন্ন ভাগে ভাগ করে পুরস্কার প্রদান করা হয়।
আরো পড়ুন: