রাজিয়া শাহরিন রিয়া
মাঝে মাঝে তোকে অংকের মতই মজার লাগে।
কখনও সখনও কেমিস্ট্রি এর মত জঠিল।
কখনও আবার বাংলার মতই স্বচ্ছ,
কখনও ইংরেজি এর মত রোমাঞ্চ কর।
কখনও আমার চোখের কাজলের মতই অগোছালো লাগে তোকে।
কারণ যতই সুন্দর করে চোখে লাগায়,
ততই আলতো ভাবে ঘেটে যাস,,
কখনও কখনও আকাশের মতো বিশাল
মনে হয় তোকে।
আবার কখনও নদীর অবান্তর স্রোতের মতো।
কখনও এক পশলা বৃষ্টির মতই ঝরে পরিস আমার কোমল মুখের ওপর।
কখনও নিজেকে ভাবতে গিয়ে তোকে লেখা আবার
তোকে ভাবতে গিয়ে নিজেকে খোঁজা।
এখন এ দুটো ব্যাপারই আমাকে সব থেকে বেশি এলো মেলো করে দেয়,
অথচ মেলাতেই পারিনা,, তুই কে?
কখনও কাঁদতে গিয়ে নিজেকে সামলে
নিয়ে হাসতে শেখা, আর,,,,,
কখনও হাসতে গিয়ে তোকে ভেবে অহেতুক
একফোঁটা অশ্রু ফেলা।
হয়তো দুটোই সমান ব্যাপার।
তবুও,,,,,,,,,
আজ, কে এই তুই???
মাঝে মাঝে মনে হয় তোর চোখের,
ঐ অবাক করা চাহনিতে গা ভাসিয়ে
পাড়ি দিতে,,,,,,,
আবার কখনও তোর বুকে কানপেতে
শুনতে চাই অস্পষ্ট ছন্দহীন শব্দগুলো,
জানতে চাই কি আছে ঐ বুকে।
মাঝে মাঝে নিজেকে নতুন ভাবে
আবিষ্কার করতে গিয়ে তোকে খোঁজা।
আর কখনও তোকে মেলাতে গিয়ে
তোর মাঝেই নিজের সমাধি তৈরি করা।
হয়তো দুটোই সমান ব্যাপার
তবুও,,,,,
সত্যিই আজ,
কে এই তুই???
কখনও খুশির মজলিস এ তোকে না দেখতে পেয়ে,,,,,,,
সবার অলক্ষে চোখের লবণাক্ত পানিতে
নিজের গাল ভেজানো।
আবার কখনও আনন্দহীন অপলকে
তোকে ভেবেই খুশিতে মূর্ছা যাওয়া
তোকে পেয়ে মুখে হাসি ফোটানো।
হয়তো এটাও একই
তবুও,,,,,
কে এই তুই???
কখনও নিজের গতিকে থামিয়ে দিয়ে
অলস দুপুরে তোকে ভাবতে গিয়েই
সময় চুরি করা।।
আবার কখনও তোকে কাছে পাবার আশায়
ক্লান্ত দুপুরে নিজেকে হারিয়ে ফেলা।
মাঝে মাঝে তোকে বিশ্লেষণ করতে গিয়ে
নিজের অজান্তেই কখন
নিজেই যে ভেঙে গেছি তার খেয়ালই করিনি।
তবুও আমার আবিষ্কারের খাতায় শূন্য।
কারণ,তোকে ছোঁয়া যত সহজ,
বিশ্লেষণ করতে যাওয়া তার থেকেও বোকামি।
কারণ কখনও তুই প্রলয় ঝংকার এর মত তেজি।
আবার কখনও শিশুর মতই কমল।
মাঝে মাঝে তোকে বুঝতে গিয়ে
নিজেকে হারিয়ে ফেলা,
আবার নিজেকে খুঁজতে গিয়ে
নতুন করে তোকেই ভাবা।
সবটাই হয়তো দুর্লভ,,,
তবুওও, আজ,,,,,,,
কে এই তুই?
এরকির ছলে তোকে পাওয়া
আর বাস্তবতার খাতিরেই জড়িয়ে যাওয়া,
সবটাই হয়তো অবিচ্ছেদ্য,,,
তবুও কে এই তুই?