তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি চট্টগ্রাম মহানগর কমিটির ইফতার মাহফিল ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রোটারিয়ান গোলাম আকবর চৌধুরীর সভাপতিত্বে, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ ১০ই মে শুক্রবার বিকাল ৩টায় নন্দনকানন পুলিশ প্লাজা আড্ডা রেস্টুরেন্টে এ ইফতার দোয়া মাহফিল এবং আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর কমিটির সেক্রেটারি মোঃ শাহজাহানের সঞ্চালনায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বাতৃসাকসো’র কেন্দ্রীয় সহ-সভাপতি হাজী মোঃ ইলিয়াছ। কেন্দ্রীয় সেত্রুেটারি জেনারেল মোঃ মোরশেদুল আলম চৌধুরী। কেন্দ্রীয় সহ-সভাপতি শিব্বির আহমেদ ওসমানী। বাতৃসাকসো’র চট্রগ্রাম বিভাগীয় সদস্য সচিব এম জুনাইদ উদ্দিন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি চৌধুরী মুহাম্মদ রিপন, চট্টগ্রাম মহানগর কমিটির সহ সভাপতি আনিস আহম্মেদ খোকন, চট্রগ্রাম দক্ষিণজেলা শাখার সভাপতি লায়ন আবু ছালেহ, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন ও সাংবাদিক হীরা। আরো উপস্থিত ছিলেন দৈনিক অন্য দিগন্তে বিভাগীয় প্রধান সাহেদুল ইসলাম সাগর সহ বিভিন্ন স্তররের সংবাদিক বৃন্দ।
আরো পড়ুন: