তুরাগে সড়ক দুর্ঘটনায় পরিবহণ শ্রমিকের মৃত্য
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ
রাজধানীর তুরাগে কভারভ্যান চাপায় মোঃ শহিদ উদ্দিন (৬৫) নামের বিকাশ পরিবহণের এক লাইনম্যান নিহত হয়েছে । সোমবার দুপর সাড়ে ১২ টার দিকে আব্দুল্পুলার- নবীনগর সড়কের তুরাগের ধউর ইস্টওয়েস্ট ফিলিং স্টেশনের সামনে, রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই বিকাশ পরিবহণের লাইনম্যান মোঃ শহিদ উদ্দিনের মৃত্য হয় । খবর পেয়ে তুরাগ থানার এস আই ওয়াজিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, শহিদ উদ্দিনকে চাপা দেওয়া ( ঢাকা মেট্রো ন- ১৭-১৭০৪) নং কভারভ্যানটি জব্দ করে ও কভারভ্যান চালক মোঃ রেজাউল করিমকে আটক করে থানা হেফাজতে নেয় । নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল মর্গে প্রেরণ করেন পুলিশ । নিহত শহিদ উদ্দিন, গাজীপুর জেলার, গাছা থানার, মালেকের বাড়ি এলাকার, মৃত্যু মিরাজ উদ্দিনের ছেলে । আটকৃত কভারভ্যান চালক রেজাউল করিম, রংপুর জেলার, গঙ্গাচড়া থানার, রমাকান্ত এলাকার, ওয়াহেদ মিয়ার ছেলে । ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সফিউল্লা বলেন, এই ব্যাপারে তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
আরো পড়ুন: