রাজধানীর তুরাগে খুদে সাংবাদিক মোল্লা তানিয়া ইসলাম তমাকে তার পরিবার সহ প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা । এ ঘটনায় খুদে সাংবাদিক মোল্লা তানিয়া ইসলাম তমার বাবা পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে, গতকাল শনিবার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন । খুদে সাংবাদিক মোল্লা তানিয়া ইসলাম তমা একটি সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, পাশাপাশি দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকা ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের খুদে সংবাদ কর্মী হিসেবে কাজ করছেন । তার বাবাও একজন খ্যাতিমান সাংবাদিক । ভুক্তভোগী খুদে সাংবাদিক মোল্লা তানিয়া ইসলাম তমা বলেন, ইতি মধ্যে মাদক বিরোধী সহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকা-ের বিরুদ্ধে আমার লেখা কয়েকটি রিপোর্ট পত্রিকায় প্রকাশ হয় । এতে করে প্রশাসন সহ জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া পড়ে, হয়তো এই কারনেই দুর্বৃত্তরা আমাকে সহ আমার পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দিয়ে আসছে । তিনি আরও জানান, গত প্রায় ২০দিন ধরে ০১৯৯১৭৪৩৩৫৯ নাম্বার থেকে আমার ব্যবহারিত মোবাইলে অসংখ্য বার ফোন করে, বিভিন্ন রকম অশালীন ভাষায় গালিগালাজ সহ হুমকি দিয়ে আসছিল অজ্ঞাত দুর্বৃত্তরা । এরই ধারাবাহিকতায় গত ২৫/৫/২০১৯ইং দুপুর ১টা ৪৩ মিনিটে ঐ নাম্বার থেকে ফোন করে, আগামী ঈদের আগেই আমাকে সহ আমার পরিবারের সকলকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয় । এই হুমকির পর থেকে চরম আতংকে আছে বলে জানান তিনি । সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন, বিভিন্ন সাংবাদিক মহল । তারা দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান । এ বিষয় জানতে তুরাগ থানায় যোগাযোগ করা হলে, তুরাগ থানার ওসি অপারেশন মো. দুলাল হোসেন জানান, এ ঘটনায় খুদে সাংবাদিক মোল্লা তানিয়া ইসলাম তমার পরিবারের পক্ষ থেকে নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে । বিষয়টি আমরা গভীর ভাবে খতিয়ে দেখছি । তদন্ত সাপেক্ষে সর্বচ্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন: