তুরাগে ভুয়া পুলিশ কর্মকর্তা আটক
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ
রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া এলাকা থেকে একটি মোটরসাইকেল ও এ এস আই (স্পেশাল ব্রাঞ্চ) পুলিশের একটি আইডি কার্ড সহ শেখ মোহাম্মদ তানিম বারাকা (২৩) নামে এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক করেছে তুরাগ থানা পুলিশ । পুলিশ জানায়, শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর বাউনিয়া এলাকায় স্পেশাল ব্রাঞ্চের পুলিশ কর্মকর্তা পরিচয়ে, বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করার সময় তার গতিবিধি সন্দেহ হলে গোপনে এক লোক তুরাগ থানায় খবর দেয় । খবর পেয়ে তৎক্ষণাৎ তুরাগ থানার এস আই মাহামুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, পুলিশ কর্মকর্তা পরিচয় দানকারী ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে নিজে এই আইডি কার্ড বানিয়ে পুলিশ কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন জনের সাথে প্রতারণার কথা শিকার করে । পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় । পরবর্তী গভীর রাত পর্যন্ত আটককৃত ব্যক্তিকে ভাল ভাবে যাচাই- বাছাই করা হয় । যাচাই- বাছাই শেষে রাত ১২টার দিকে তার বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়, যার নং ৩১ । পরের দিন ( ২৮ সে জুলাই ) জিজ্ঞাসা বাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় । ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপ- পরিদর্শক ( এস আই ) রুবেল শেখ জানান, আটককৃত ব্যক্তিকে ৭দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে । আদালত তার রিমান্ড মুঞ্জুর করলে জিজ্ঞাসাবাদে হয়তো আরও বিস্তারিত জানা যাবে । আটক কৃত তানিম বারাকা মেহেরপুর জেলার, গাংনী থানার, চৌগাছা গ্রামের শেখ মোঃ মাওয়া ফিকুন ইসলামের ছেল । বর্তমানে রাজধানীর ভাসানটেক থানার, দীন মোহাম্মদ কলোনিতে বসবাস করত ।
আরো পড়ুন: