তুরাগে জাল টাকা ছাপানোর মেশিন সহ ধৃত- ১
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ
রাজধানীর তুরাগে জাল টাকা ও জাল টাকা ছাপানোর মেশিনসহ ১জনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ ৷ গতকাল তুরাগ থানার এস আই আমজাদ হোসেন গোপন সূত্রে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ তুরাগের ধরংগার টেক এলাকার নূরানি লাইব্রেরীতে হানা দিয়ে টাকা ছাপানোর উন্নত মানের কালার প্রিন্টার, ১টি পিসিও, ১টি মনিটর, ১টি কিবোর্ড সহ বিভিন্ন সরাঞ্জাম ও ১০০, ৫০০ টাকার জাল নোটের মোট ১৪২০০ টাকা উদ্ধার করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লাইব্রেরী মালিকের ছোট ভাই মোঃ আল আমীন (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । ধৃত আল আমীন পটুয়াখালী জেলার, মির্জাগঞ্জ থানার, রামপুর গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে । বর্তমানে তুরাগের ধরংগার টেক এলাকায় নূরানি লাইব্রেরী পরিচালনা ও জাল টাকা তৈরির কাজ করত । ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মোহাম্মদ সফিউল্লাহ বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে উপরোক্ত ধৃত ব্যক্তিকে জাল টাকা ও জাল টাকা ছাপানোর মেশিনসহ গ্রেপ্তার করা হয়েছে । এ ব্যাপারে তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং ২৯, তাং ২৭/৭/২০১৯ইং । ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের পুলিশ রিমান্ড চেয়ে (২৮সে জুলাই) আদালতে প্রেরন করা হয়েছে ।