মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগের রাজাবাড়ী ও রানাভোলা এলাকায় ১ ঘণ্টার ব্যবধানে জান্নাতুল ফেরদৌস (২২) ও রেজওয়ানা হক শাম্মি (২৮) নামে ২নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন । শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে তুরাগের রাজাবাড়ী চৌরাস্তা সংলগ্ন জৈনক জয়নাল আবেদিনের বাড়ীর ২য় তলার একটি কক্ষের জানালার সাথে ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ঐ কক্ষের ভাড়াটিয়া জান্নাতুল ফেরদৌস । নিহত জান্নাতুল ফেরদৌস গতকাল ( ৫ই ফেব্রয়ারি ) গ্রাম থেকে চাকুরীর উদ্দেশে রাজধানীর তুরাগে এসে জৈনক জয়নাল আবেদিনের বাড়ীর ২য় তলার একটি কক্ষ ভাড়া নেন তার এক দিন পরেই ঐ নারী আত্মহত্যা করেন । অপরদিকে ১ ঘণ্টার ব্যবধানে রাত সাড়ে ১২টার দিকে তুরাগের রানা ভোলা এলাকায় জৈনক গোলাম মস্তফার বাড়ীর ৫ম তলার একটি কক্ষের ভাড়াটিয়া রেজওয়ানা হক শাম্মি তার স্বামীর সাথে অভিমান করে তাদের শয়ন কক্ষের ফ্যানের সাথে ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন । তারা উভয়ে তাদের শয়ন কক্ষের ভিতর থেকে দরজার ছিটকানি মেরে দিয়ে ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তুরাগ থানা পুলিশের উপপরিদর্শক ( এস আই ) গোবিন্দ চন্দ্র দাস ও শজল কান্তি রায় । এই ২ নারীর আত্মহত্যা করার পর পাশের রুমের ভাড়াটিয়ারা আত্মহত্যার বিষয় ২টি টের পেয়ে থানায় খবর দিলে রাত দেড়টা ও আড়াইটার দিকে তুরাগ থানা পুলিশের ২টি টিম পৃথক পৃথক স্থান থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন । নিহত জান্নাতুল ফেরদৌস চাঁদপুর জেলার, কচুয়া থানার, জগতপুর গ্রামের মৃত রুহুল আমীনের মেয়ে । আর নিহত রেজওয়ানা হক শাম্মি বরিশাল জেলার, উজিরপুর থানার, শাহানুর গ্রামের লিটু শেখের স্ত্রী । বর্তমানে তার স্বামীর সাথে তুরাগের রানাভোলা এলাকায় গোলাম মস্তফার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো । ভোররাত ৪টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছিলো ।
আরো পড়ুন: