তুরাগে ইয়াবাসহ পুলিশের কথিত সোর্স গ্রেপ্তার
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ
রাজধানীর তুরাগের কামারপারা এলাকা থেকে ১৫পিস ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের কথিত সোর্স হাসান ওরফে ফর্মা হাসান (২৪) নামে ১ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ । মঙ্গলবার ( ৩সেপ্টেম্বর ) দিনগত রাত ১১টার দিকে তাকে কামারপারা স্কুল এন্ড কলেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত হাসান ওরফে ফর্মা হাসান, সাভার উপজেলার, আশুলিয়া থানার, নিশ্চিন্তপুর এলাকার, অবিত মিয়ার ছেলে । বর্তমানে তুরাগের কালিয়ার টেক এলাকার জৈনক চান মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত । তুরাগ থানার এস আই মোহাইমিনুর রহমান ও এ এস আই মশিউর রহমান জানান, গ্রেপ্তারকৃত হাসান ওরফে ফর্মা হাসান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী । সে দীর্ঘদিন যাবত তুরাগ ও উত্তরা সহ বিভিন্ন এলাকায় ইয়াবা সহ বিভিন্ন রকম মাদক ব্যবসা করে আসছিল । মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, তুরাগের কামারপারা স্কুল এন্ড কলেজের সামনে থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয় । ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার ডিউটি অফিসার এস আই অমল চন্দ্র ঘোষ বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে । যার মামলা নং ৫, তাং ৩/৯/২০১৯ইং ।
আরো পড়ুন: