তুবার কান্না দেখে সৌদিআরব থেকে তুবার বাসায় মিজানুর রহমান সুমন!
এম এ কাদের অপুঃ
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য ! এই কথাটি বাস্তবে প্রমাণ করলেন মানবতার ফেরিওয়ালা মিজানুর রহমান সুমন।
সম্প্রীতি ঘটে যাওয়া রাজধানী ঢাকার উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ বছরের শিশু কন্যা সন্তান তুবা কে ভর্তি করার উদ্দেশ্যে বিদ্যালয় গেইটে গেলে ছেলে ধরা সন্দেহে গনপিটুতে নির্মম ভাবে হত্যা করা হয় রেনু তুবার মা তাসলিমা বেগম রেনু কে।
আমি ভালো পরিবারের সন্তান, আমাকে মেরোনা, আমি কোন অপরাধ করিনি, এই বলে আর্ত্বনাদ করলেও নরপশুর দল তার কোন কথার তোয়াক্কা না করে, আঘাতের পর আঘাত করে নির্মম ভাবে হত্যা করে রেনু কে। দুই সন্তানের জননী রেনুর কথায় কেউ কোন পাত্তা না দিয়ে আঘাতে আঘাতে মেরেই ফেল্লো তাকে।
গণমাধ্যম কর্মী, ফেইজবুক থেকে শুরু করে সকল জায়গায় ভাইরাল হওয়া সেই খবর আর ৪ বছরের ছোট্ট শিশু তুবার কান্না দেখে নিজেও কান্না ধরে রাখতে পারলেন না সৌদিআরবে থাকা মিজানুর রহমান সুমন।
সমস্ত কাজ কর্ম ও ব্যবসা বানিজ্য ফেলে আজ ২৮ শে জুলাই তুবার খালার বাসা রাজধানী ঢাকার মহাখালীতে গিয়ে উঠেন মানবতার ফেরিওয়ালা নামক ব্যক্তি মিজানুর রহমান সুমন।
হরেক রকমের খেলনা থেকে শুরু করে বহু কিছু নিয়ে হাজির হওয়ায় কষ্টের মাঝেও অনেকটাই শান্তি খুজে পান তুবা সহ তার পরিবারের লোকজন, আর মহান আল্লাহর কাছে দোয়া করেন এই মিজানুর রহমান সুমনের জন্য।
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার মুসলিম পরিবারের সন্তান মিজানুর রহমান সুমন যিনি সব সময় দুঃখি মানুষের পাশে দাঁড়ান যার প্রমাণ লাকসাম, মনোহরগঞ্জ সহ শুরু করে সারাদেশের মানুষ জানেন।
যার হৃদয় কাদে সব সময় গরিব দুঃখি ও অসহায় মানুষের জন্য, অসহায়দের পাশে দাড়ানোর কথা সবাই জানেন, মিজানুর রহমান সুমনের তুলনা তিনি নিজেই। তার এই দান কে আল্লাহ যেনো সব সময় কবুল ও মঞ্জুর করেন।