তবুও এলেনা —- নিপা শিকদার
কতো শতো মাস তোমার সাথে মনের মিলন
আজো দেখা হলোনা কাছ হতে নয়ন ভরে।
এ পযন্ত বহুবার তোমায় সন্নিকটে দেখার প্রলেভে মন আকুলতায় ছটফট করেছিলো।
ধৈর্যের কাছে বারবার পরাজিত…
কাল হঠাৎ করে তুমি যখন বললে তোমার ধৈর্য আর সইছেন এবার হবে সামনা-সামনি ভালবাসার প্রথম বেলা…
মনটা আমার খুশির ঢেউ বয়ে গেলো!
বিশ্বাস করতে পারলাম না,নিজেকে বারংবার চিমটি কেটে পরীক্ষা করে নিলুম।
সত্যি তুমি আসবে,আমাদের দেখা হবে!
ওহ তুমি আসবে বলে আমার ঘুম দেবি পালিয়ে গেলো
বহু চেষ্টা করেও চোখের পাতা এক হলোনা।
ফজরের নামাজ শেষ করে তোমার জন্য রসনা খাবার প্রস্তুত করতে আমি ব্যাকুল।
সব কাজ শেষ করে নিজেকে পরিপাটি… অপেক্ষার ঘন্টা যেন শেষ হতে চায় না
ঘড়ির কাঁটা যেন ঘাপটি মেরে এক জায়গায় বসে আছে!
আজ আমার অপেক্ষার প্রহর শেষ এ কথা ভাবতেই রূপে অদ্ভুত ঝিলিক।
সময় ছিলো ঠিক বেলা তিনটা
তিনটা পার হয়ে চার পাঁচ ছয় আট দশটা বেজে গেলো।
ফনি সব জায়গা হতে তান্ডব ঘূর্ণন করে এলে
অথচ তুমি আসার সময় এখনো হলোনা…
তোমার ফোনের সবুজ বাতিটাও আজ বন্ধ মোবাইল নেটওয়ার্ক অচল
কি হলো তোমার ভাবতে ভাবতে আমার চোখে ঠুলি।
জানি একদিন তুমি ঠিকই চোখের সামনে ধরা দিবে কিন্তু আজকের মতো এ বিষাক্তময় অপেক্ষা আর পাবে না।