জামাল উদ্দিন স্বপন:
গতকাল বুধবার ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বড় ভাঙ্গালপাড়া এলাকায় হামিদিয়া পাক দরবার শরীফের বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়ার পীরে কামেল হযরত মাওলানা মোখলেছুর রহমান বাঙ্গালী,বিশেষ বক্তা ছিলেন, হাফেজ কারী মাওলানা সৈয়দ গোলাম মঈন উদ্দিন হিয়াজুড়ী, মরিচকাটা জামে মসজিদের খতিব মাওলানা কারী মাকসুদুর রহমান সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী ফিরোজ কবীর। বিশেষ অতিথি ছিলেন, শিল্পপতি হাজী আবদুর রহমান, ইউপি সদস্য জালাল উদ্দিন, সাপ্তাহিক সবুজপত্র সম্পাদক জামাল উদ্দিন স্বপন প্রমুখ। উল্লেখ্য যে,ওরষে গাউসুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (১৮২৬-১৯০৬), গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান (১৮৬৫-১৯৩৭), ঢাকা হাজারীবাগের মাওলানা মোহাম্মদ হোসাইন শাহ মাইজভান্ডারী, শাহ সূফী আহম্মদ মুন্সী মাইজভান্ডারী, ভাড়ারিয়া শাহসূফী আবদুল হামিদ প্রমুখ ব্যক্তিদের জন্য দোয়া ও মুনাজাত করা হয়।
আরো পড়ুন: