ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা বিশ্বরোডে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের চাপায় এক পথচারী নিহত
সাকিব আল হেলাল।।
ঢাকা-চট্রগ্রাম সহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়ক দূর্ঘটনায় মুসা কলিমুল্লাহ (৫৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।
রবিবার(১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাকা-চট্রগ্রাম সড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়,রবিবার সকালে বাড়ি থেকে রওয়ানা দিয়ে ঢাকা যাবার বাস ধরার জন্য পদুয়ার বাজার বিশ্বরোড যায়।সেখানে ঢাকার বাসে উঠার জন্য রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত বাস চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
নিহত মুসা কারিমুল্লাহ
বরুড়া উপজেলা আড্ডা ইউনিয়নের পোম্বাইশ (ব্যাপারী) গ্রামের বাসিন্দা।
নিহত মুসা কলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।
তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
নিহতের নিকটাত্মীয় সুজন মিয়া ঘটনার সত্যেতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: