March 23, 2023, 9:24 pm

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

ঢাকা উত্তর সিটির ৫৪নং ওয়ার্ড বাসির আস্থাাাভাজন- মোঃ হারুন অর রশিদ

ঢাকা উত্তর সিটির ৫৪নং ওয়ার্ড বাসির আস্থাাাভাজন- মোঃ হারুন অর রশিদ

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ

ঢাকা মহানগর উত্তর সিটির ৫৪নং ওয়ার্ডের মাটি ও মানুষের নেতা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, এডভোকেট সাহারা খাতুনের আস্থাাাভাজন, সাবেক হরিরামপুর ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সংগ্রামী সম্পাদক, ঢাকা মহানগর উত্তর সিটির ৫৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ হারুন অর রশিদ । যার কোন তুলনা হয়না । এই ত্যাগি আত্মার মনীষী যার শরীরের রন্ধ্রে রন্ধ্রে জাতীর জনকের জ্বালাময়ী ভাষনে তার রক্ত কনিকায় উজ্জিবিত হয় একটি শব্দ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি । তার সততা, নিরব ভদ্রতা আর দলের দুর্দীনে অন্যায়ের বিরুদ্ধে তার কঠোর অবস্থাাান দলমত নির্বিশেষে সকলকে রাজনীতির মডেল ধারক বাহক হিসাবে বিমোহিত করেছে তা সর্বজন স্বীকৃত । জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, এডভোকেট সাহারা খাতুনের বিপদে ঝাপিয়ে পড়ে নিজের জীবনের তোয়াক্কা না করে তার পাশে নিজের সর্বশক্তি নিয়ে অবস্থাাান ভুলেনি এ জাতী । এডভোকেট সাহারা খাতুনের এত আস্থাাাভাজন হয়েও নিরঅহংকার বৈপ্লবিক এই নেতার একটিই কথা নিজের স্বার্থ নয়, আগে দলের স্বার্থ । এই প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎ কালে তিনি আরোও বলেন, আওয়ামীলীগ সরকারের অর্জিত সাফল্য জনগনের সামনে তুলে ধরতে হবে । এই ৫৪নং ওয়ার্ডকে আরো আধুনিক ও সুন্দর নগরী হিসাবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে । বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে সমস্ত অপ শক্তিকে মোকাবেলা করতে হবে । জীবনের যেকোন মূল্যে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে । মহানগর উত্তর তথা ৫৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগের নেতৃত্বে দেশের উন্নায়নে কাজ করতে হবে । ৫৪নং ওয়ার্ডের সাধারণ জনগনের সাথে আলাপ কালে জানা যায়, যুবলীগ নেতা মোঃ হারুন অর রশিদ কখনও কারোও ক্ষতি করে নাই বরং তার কাছে গেলে সে তার সাধ্যমত উপকার করার চেষ্টা করেছেন । নেতা হিসাবে তার কোন বিকল্প নাই। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ক্লিন ইমেইজের ধারক বাহকের মধ্যে অন্যতম একজন যুবলীগ নেতা মোঃ হারুন অর রশিদ । তার আশে পাশে যারা আছে তারাও স্বচ্ছ রাজনীতি করে, কারন একজন আদর্শবান নেতার সান্নিধ্যে তার জ্ঞানের আলো বিচ্ছুরনে আলোকিত হয় । তারপরেও বলতে হয় মানুষ ভুলের উর্ধ্বে নয় । বাংলাদেশে যেমন ফুটপাতে দোকানপাট আছে, তেমনি মক্কা শরীফের আশে পাশেও ফুটপাতে দোকানপাট আছে । আমাদের সমস্যাতো এখানেই, বড়লোকেরা গালি দিলেও ঠিক আছে, গরিবেরা ভালো কথা বললেও শুনতে যেন কেমন লাগে । বঙ্গবন্ধুর সোনার বাংলায় বঙ্গবন্ধুর একটাই দাবী ছিল তোমরা আমার গরিব ভাইদের ভুলবা না । মনে রাখবা তোমরা তাদের জন্যই ক্ষমতা বসছো । এমনটাই অনেক রকম কথা হয় ঐ এলাকার সর্বস্তরের জনগনের সাথে । তাদের কথায় একটাই প্রতিয়মান হয় ভালো মন্দ সব জায়গায় আছে, তবে যুবলীগ নেতা মোঃ হারুন অর রশিদের কারো সাথে তুলনা হয় না । তিনি এলাকাবাসীর হৃদয়য়ের হৃত পি-ের একটি উজ্জল নক্ষত্র । যুবলীগ নেতা মোঃ হারুন অর রশিদের মতো ত্যাগি নেতার কারনেই বঙ্গবন্ধুর আওয়ামীলীগে আজও রাজপথে মুক্তির শ্লোগানে লাখো মানুষের মিছিল নামে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আজকের তরুণ প্রজন্ম আগামীর প্রজন্ম ইতিহাস থেকে অনেক কিছু শিখছে এবং শিখবে । আর এই শিক্ষার উপকরণ যুবলীগ নেতা মোঃ হারুন অর রশিদের মতো একজন আদর্শবান নেতা । তিনি এলাকার রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উন্নয়নে সহযোগিতা করে যাচ্ছেন । তিনি নিজেও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, ব্যাবসায়ীক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন । এলাকাবাসীর সুখদুঃখের অংশীদার হয়ে তাদের সেবা করার লক্ষেই ঢাকা উত্তর সিটির ৫৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী হয়েছেন ।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১