ডিমলায় ৪৮ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন খেলাধুলা প্রতিযোগিতা শুরু
মোঃ মনজুরুল হাসান, ডিমলা থেকে,
নীলফামারীর ডিমলায় ছাতনাই উচ্চ বিদ্যালয়ের আদ্য সকাল ১০.০০ ঘটিকায় আন্তঃ উপজেলা ৪৮ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন তিন দিন ব্যাপী খেলাধুলা প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতায় ছাতনাই জোনের ২০ টি প্রতিষ্টান বিভিন্ন ইভেন্টে খেলায় অংশগ্রহন করছেন। মোঃ মাহাবুবুল আলম (দুলাল) এর সঞ্চালনে প্রতিযোগিতায় মোঃ আব্দুল গফুর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ারুল হক সরকার চেয়ারম্যান, ১নং পশ্চিম ছাতনাই ইউপি। খেলায় ২০ টি প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এলাকার গ্ণ্যমান্য , শিক্ষানুরগী, ইউপি সদস্য, সাংবাদিক, ডাক্টার, সমাজ সেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ অনেকে উপস্থিত থেকে প্রতিযোগিদের খেলা দেখেন। এ বিষয়ে জানতে চাইলে ছাতনাই উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক ও ক্রিড়া প্রতিযোগিতার সাধারন সম্পাদক মোঃ অজিবুল হক দুলু বলেন, এর উদ্দেশ্য শিশু কিশোরদের মাঝে মান্সিক বিকাশ ও খেলাধুলার মান বাড়ানো, যাতে করে আগামীতে আমারা জাতীয় ও আন্ত্রররজাতিক মানের খেলা উপহার দিতে পারি। প্রতিযোগিতায় ছাতনাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সবাই সহযোগিতা করেন।
আরো পড়ুন: