ডিমলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্যে পালিত হচ্ছে সনাতন ধর্মীয় শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী।
মোঃ মনজুরুল হাসান, ডিমলা থেকে।
সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় পালিত হলো সনাতন ধর্মীয় উত্সব জম্মাষ্টমী। সনাতন ধর্মবিশ্বাস অনুযায়ী, এদিন ভগবান শ্রীকৃষ্ণের ধরায় আগমন ঘটে। পৃথিবী থেকে অশুভ শক্তি দমন ও ধর্ম প্রতিষ্ঠার জন্যই ভগবান বিষ্ণু এই দিনে শ্রীকৃষ্ণ রূপে বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন।
ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।
দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। এ উপলক্ষে ডমলা উপজেলা সার্ব্জনীন মন্দির কমিটির আয়োজনে আজ সকাল ১০.৩০ ঘটিকায় ডিমলায় বিশাল শোভাযাত্রা ও র্যালি বের করা হয়। শোভাযাত্রায় ডিমলার ১০ টি ইউনিয়নের সনাতন ধর্মীয় নারী পুরুষ, যুবক যুবতী, শিশু কিশোর অংশগ্রহণ করেন।