মোঃ মঞ্জুরুল হাসান, ডিমলা উপজেলা প্রতিনিথি,
নীলফামারীর জেলার ডিমলা উপজেলা ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের মৃত: তছলিম উদ্দিনের পুত্র জিয়ারুল ইসলাম ও জিয়াফুল ইসলামের বাড়ীর মাঝখানে পল্লী বিদ্যুতের কাঠের খুটিতে প্রায় ১০টি মিটার সংযোগ প্রদানের কারনে গতকাল রাত ৩ টার সময় বিদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে। সেই আগুন বাড়ীর সমস্ত জায়গায় ছড়িয়ে গেলে মুহুর্তে ২টি পরিবারের ৭টি ঘর আগুনে পুড়িয়া ছাই হয়ে যায়। পরবর্তীতে ঐ বাড়ীর লোকজন কোন রকম টের পেয়ে ঘর হইতে বের হয়ে জীবন রক্ষা করে। জানা যায় জিয়ারুল ইসলামের ঘরে রক্ষিত নগদ ৭৫ হাজার টাকা ও জিয়াফুলের ৪০ হাজার টাকা এবং ২শত মন ধান, সাইকেল ৩টি সহ বাড়ীতে থাকা যাবতীয় কাপড়-চোপড় ও আসবাবপত্র পুড়িয়ে যায়। যাহার ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা। তাৎক্ষনিক ডিমলা ফায়ার সার্ভিস সিভিল স্টেশন কে খবর দিলে তাহারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ বিষয়ে ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম সরকার আজ শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ টাকা, ৬ টি কম্বল ও লোকজনের মাঝে শুকনা খাবার প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন সরকারী ভাবে অনুদান পেলে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রদান করিবেন বলে আশ্বাস প্রদান করেন।
আরো পড়ুন: