ডিমলায় ঘূর্ণিঝড়ের কবলে লণ্ডভণ্ড দু‘শত বছরের পুরোনো পাখুড়ীগাছ
মোঃ মনজুরুল হাসান, ডিমলা উপজেলা প্রতিনিধি (নীলফামারী):
বৈশাখের ঝড়ো হাওয়ায় দু‘শত বছরেরও অধিক বয়সী পাখুড়ী গাছটিকে দুমরে মুছরে ভেঙ্গে ফেলেছে। নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ হাট বাজারের বটগাছটি গতকালের ঝড়ো হাওয়ায় ভেঙ্গে আশেপাশের প্রায় ১৫ টির বেশি দোকান ভেঙ্গে গেছে। গত কাল রাত অনুমান ১১.৩০ মিনিটে ঝড় বৃষ্টি শুরু হইলে বটগাছটি নিমিষেই ভেঙ্গে পরে। এতে কোন হতাহত হয়নি, তবে দোকানপাটের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় দোকানদারগণ। এলাকার সবথেকে বয়স্ক ব্যক্তি নাদু মিয়া ও অন্যান্যরা বলেন যে, এই গাছটি আমাদের জন্মেরও পরেও এরকমই গাছটি দেখেছি। বর্তমানে গাটিকে দ্রুত সরানো দরকার বলে মনে করেন স্থানীয়রা।
আরো পড়ুন: