ডিমলায় এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ——————————–
মনজুরুল হাসান, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
উপজেলা পর্যায়ে স্থায়ী টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ মে রোববার নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার মুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই আলম সিদ্দিকী, জলঢাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা সিদ্দীকা, ডিমলা থানার ওসি তদন্ত সোহেল রানা। এছাড়াও কমিনিউকেশন ফর ডেভেলপমেন্ট এর উপজেলা সমন্বয়কারী নির্মলেন্দু রায়, ইউনিয়ন সমন্বয়কারী মনছুরা মনা, জয়া মজুমদার, আব্দুর সালেক, উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের অফিস সহকারী রোকনুজ্জামান রোকন উপস্থিত ছিলেন। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, শ্রমিক, নি-গোষ্ঠী সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার তারঁ বক্তব্যে বলেন, আসুন আমরা সবাই মিলে এসডিজি অর্জনে স্ব-স্ব ক্ষেত্র থেকে সহযোগিতা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও মাননীয় প্রধানমন্ত্রীর “আমার জীবনের লক্ষ্য একটিই, বাংলার মানুষের উন্নয়ন” শ্লোগানকে বাস্তবায়ন করে একটি সুখী সমৃদ্ধিশালী ক্ষুধা-দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ে তুলি। সেই সাথে সাধারণ নাগরিকদের বেঁচে থাকার অধিকার ও শিশুদের মান সম্মত শিক্ষা এবং শিশুদের সুরক্ষার অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ।
আরো পড়ুন: