ডাক দিয়ে যাই কুমিল্লা অঞ্চলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ উন্মূক্ত বিশ^বিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন “ডাক দিয়ে যাই” কুমিল্লা অঞ্চলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) বিকালে নগরীর ধাবা রেস্টুরেন্টের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অঞ্চল কমিটির উপদেষ্ঠা অধ্যক্ষ শামীম হায়দার। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু, সমতট কাগজের সম্পাদক ও সংগঠনের উপদেষ্ঠা জামাল উদ্দিন দামাল। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এইচ এম মহিউদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার, সাংবাদিক আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি, সৈয়দা তামান্না, সাধারণ সম্পাদক খালেদা ইয়াছমিন, সাংগঠনিক সম্পাদক তিহান আহমেদ, সদস্য, ইমাম হোসেন, মোঃ রায়হান, জান্নাত, সুমন প্রমূখ। অনুষ্ঠানে সংগঠনের সার্বিক সাফল্য কামনা করে কেন্দ্রিয় নেতৃবৃন্দ ও সভাপতি মুন্সি সফিকুল ইসলামের সুস্থ্যতার জন্য দোয়া কামনা করে দেশবাসীর জন্য মুনাজাত করা হয়।