ঠাকুরগাঁও রুহিয়ায় বীর মুক্তিযোদ্ধা আনিসুরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রনকারী বীর মুক্তিযোদ্ধা মো: আনিসুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ০২ সেপ্টেম্বর (সোমবার) রাত সারে ১০ টার সময় বীর মুক্তিযোদ্ধা মো: আনিসুর রহমান (৬৮) ঠাকুরগাঁওয় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না—-রাজেউন)। আজ মংগলবার দুপুর আড়াইটায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের মহেশপুর গ্রামের কালিবাড়ী গোরস্থান মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে তাকে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এর আগে তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সন্মান গার্ড অব অর্নার প্রদান করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি চৌকষ দল । এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট সাবেক সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা মো: আনিসুর রহমান (যুদ্ধাহত), মুক্তিযোদ্ধা মন্টু দাস, মুক্তিযোদ্ধা আলহাজ্জ আব্দুল আলী, সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায়, রুহিয়া থানার তদন্ত ওসি বাবলু কুমার রায়, উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড এর সকল মুক্তিযোদ্ধাগন।
বীর মুক্তিযোদ্ধা মো: আনিসুর রহমান ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ৭ নম্বর সেক্টরের অধিনে যুদ্ধ করেন।
বীর মুক্তিযোদ্ধা মো: আনিসুর রহমানের মৃত্যুতে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ঠাকুরগাঁও-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রমেশ চন্দ্র সেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুহা: সাদেক কুরাইশি, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ সকল মুক্তিযোদ্ধাগন।
আরো পড়ুন: