ঠাকুরগাঁও রুহিয়ায় তালা ফাটিয়ে চুরি।।।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার একটি মাদ্রাসার তালা ফাটিয়ে চুরির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ০১ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাতে। জানা যায়, রুহিয়া থানার ১নং রুহিয়া ইউনিয়নের রুহিয়া ছালেহিয়া দারু: ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার তালা ফাটিয়ে একটি ল্যাবটব চুরি করে নিয়ে যায় চোর। চুরি যাওয়া ল্যাবটবটির মুল্য প্রায় ৩৫ হাজার টাকা হবে বলে মাদ্রাসার অধ্যক্ষ মো: মুঝারুল ইসলাম জানান।
অপরদিকে একই রাতে রুহিয়া মিশন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: অফিসের তালা ফাটিয়ে অফিস কক্ষের মালা-মাল এলোমেলো ভাবে অফিস ঘরের মেঝেতে ফেলে রেখে যায় চোর। তবে কোন কিছু চুরি করে নিয়ে যায় নি বলে জানান ব্রাঞ্চ ম্যানেজার চিত্র মোহন রায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন ওসি প্রদীপ কুমার রায়।
আরো পড়ুন: