ঠাকুরগাঁও রাজাগাঁও ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ।।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঈদ উল আযহাকে সামনে রেখে ১৪নং রাজাগাঁও ইউনিয়নের অসহায় ও হতদরিদ্রদের মাঝে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
আজ ০৮ আগস্ট (বৃহস্পতিবার) সকালে চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো: মোশারুল ইসলাম সরকার। এ সময় রাজাগাঁও ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগন ও ইউপি সচিব শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ঈদ উল আযহা উপলক্ষে রাজাগাঁও ইউনিয়নে হতদরিদ্র ১ হাজার ২ শত ৩০ জন জনের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার বলেন, ঈদ উল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করার জন্য হতদরিদ্র মানুষের তালিকা তৈরি করা হয়। এরপর হতদরিদ্র মানুষদের মাঝে স্লিপ দেয়া হয়। স্লিপ অনুযায়ী প্রত্যেককে ১৫ কেজি করে চাল দেওয়া হয়। চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
আরো পড়ুন: