ঠাকুরগাঁও রাজাগাঁও ইউনিয়নে ডেংগু প্রতিরোধে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত।।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং আলোকিত রাজাগাঁও ইউনিয়নের উদ্দ্যগে ডেংগু প্রতিরোধে করণীয় নির্ধারনী আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। ০৫ আগস্ট (সোমবার) সকাল ১১টার সময় পাটিয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউপি চেয়ারম্যান মো: মোশারুল ইসলাম সরকারের সভাপতিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্র নাথ ঝাঁ, ইউপি সচিব শফিকুল ইসলাম, পাটিয়াডাংগী হাই স্কুলের প্রধান শিক্ষক মো: নুর আলম, ১৪ নং রাজাগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: খাদেমুল ইসলাম, ইউপি সদস্য অজিত চন্দ্র, শওকত, মহিলা ইউপি সদস্য বিউটি বেগম, খড়িবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: মোরশেদা আক্তার প্রমুখ।
ডেংগু প্রতিরোধে কি কি করণীয় তার উপর দিক নির্দেশনামুলক বিস্তারিত আলোচনা করেন ইউপি চেয়ারম্যান মো: মোশারুল ইসলাম সরকার।
আলোচনা সভা শেষে একটি র্যালী বের হয়। র্যালিটি পাটিয়াডাংগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে পাটিয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী ও শিক্ষকগন সহ এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুর রহমান খোকা।
আরো পড়ুন: